কয়েন তৈরীর কাজ আপাতত বন্ধ রাখছে টাঁকশালগুলি। বাজারে এতটাই কয়েন রয়েছে যে কয়েন যেন উপচে পড়ছে। ক্রেতা থেকে বিক্রেতা কেউ চাইছে না খুচরো পয়সা বেশি নিতে। সরকারী ব্যাঙ্কগুলোতেও খুচরো রাখার জায়গা নেই। সরকারী সূত্রের খবর, এই অবস্থায় দেশের টাঁকশালগুলিতে আপাতত কয়েন তৈরী করা হবে না। প্রসঙ্গত, কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ ও নয়ডা এই চার টাঁকশালে কয়েন তৈরীর কাজ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।
Be the first to comment