র্যাগিংয়ের অভিযোগে উত্তেজনা ছড়ালো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে। পুন্ডিবাড়ি থানায় এই নিয়ে অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রকে বেধড়ক পেটায় ওই একই বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই মর্মে পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন আহত ওই ছাত্রের বাবা ও মা। বিষয়টি জানানো হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের। তবে দোষীরা এখনো অধরা।
অভিযোগ, কানে হেডফোন লাগিয়ে কলেজে কেন ঢুকেছে এই প্রশ্ন তুলে দ্বিতীয় বর্ষের ছাত্র তুহিন কার্যীকে সন্ধ্যায় হস্টেলে নিয়ে গিয়ে বেধড়ক পেটায় বেশ কিছু ছাত্র। এই ঘটনার পর বাড়িতে বাবাকে ফোন করে ডাকেন ওই ছাত্র। বাড়ির লোকেরা গিয়ে তাঁকে হস্টেল থেকে বার করে নিয়ে আসেন
শুক্রবার আতঙ্কগ্রস্ত ওই ছাত্র ও তার বাবা সত্যজিৎ কার্যী জানান, তাঁরা চান বিশ্ববিদ্যালয়ে যেন সুস্থ ভাবে পঠনপাঠন চালাতে পারেন তাদের সন্তান। এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শুভেন্দু বন্দোপাধ্যায় জানান, তিনি একটি অভিযোগ পেয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
Be the first to comment