কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসের ধাক্কায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রবিবারের এই ঘটনায় নিহতদের মধ্যে দুটি শিশু এবং ২জন মহিলাও রয়েছে, কলম্বিয়ার দুর্যোগ মোকাবেলা সংস্থার তরফে জানানো হয়েছে। নারিনো প্রদেশের পাস্তো ও তুমাকো শহরের মধ্যবর্তী পাহাড়ি হাইরোডে দুর্ঘটনাটি ঘটে। জায়গাটি ইকুয়েডর সীমান্তের পাশে। এই অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ায় ঘন ঘন ভূমিধস হয়েছে। নারিনোর দুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান জানিয়েছেন, ভূমিধসে প্রায় পাঁচ হাজার ঘনমিটার পাথর ও মাটি ওই মহাসড়ক ও সংলগ্ন গিরিসঙ্কটটিতে গিয়ে পড়েছে।
কলম্বিয়ান ন্যাশনাল রোড সিকিউরিটি এজেন্সি’র পরিচালক আলেজান্দ্রো মায়া টুইটারে বলেন, ” কমপক্ষে ১৩ জন মানুষ মারা গেছে যারা টুমাকো-পাস্তা মহাসড়কে একটি পাবলিক সার্ভিস গাড়িতে ভ্রমণ করছিল।” ভূমিধসটি হয়েছে দ্য ডেভিল নোস এর কাছাকাছি, পাস্তো থেকে ৬৬ কিলোমিটার দূরে। উদ্ধারকারী সংস্থাগুলো ইতিমধ্যে ১০টি মৃতদেহ উদ্ধার করেছে। রাস্তা পরিষ্কার করার জন্য ব্যবস্থাপনা দলটি সাইটে ভারী মেশিন নিয়ে গেছে।
Be the first to comment