কলম্বোয় মৃতের সংখ্যা বেড়ে ২৯০, রয়েছেন ৫ ভারতীয়ও

Spread the love

কলম্বোয় ধারাবাহিক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৯০। এদের মধ্যে ৫ জন ভারতীয়ও রয়েছেন বলে জানা গেছে। তাঁরা হলেন লক্ষ্মী, নারায়ণ চন্দ্রশেখর, রমেশ, কেজি হনুমানথারায়াপ্পা ও এম রাঙ্গাপ্পা। উল্লেখ্য, শনিবারই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে তিন ভারতীয়র নাম জানান। আজ সকালে কলম্বোয় অবস্থিত ভারতের হাইকমিশন অফিসের তরফে বাকি দু’জনের নাম জানানো হয়েছে।

প্রসঙ্গত, রবিবার গির্জায় ইস্টারের প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে কলম্বো। উত্তর অংশের কোচ্চিকাড়ে, কাটুওয়াপিটিয়া ও বাট্টিকালোর চার্চে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি হোটেল। এর ঘণ্টাখানেক পরই আরও দুটি বিস্ফোরণ হয়। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে ২৯০। জখম ৫০০-রও বেশি মানুষ। মৃত ও জখমদের মধ্যে অনেক বিদেশি নাগরিকও রয়েছেন বলে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*