কলম্বো বিস্ফোরণে মূলচক্রীর বাবা ও ২ ভাই খতম করলো নিরাপত্তাবাহিনী

Spread the love

কলম্বো ধারাবাহিক বিস্ফোরণের সন্দেহভাজন মূলচক্রীর বাবা ও দুই ভাইকে খতম করল নিরাপত্তাবাহিনী। গোপন ডেরায় ঢুকে শুক্রবার তাদের নিকেশ করা হয় বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, গত ২১ এপ্রিল গির্জায় ইস্টারের প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে কলম্বো। উত্তর অংশের কোচ্চিকাড়ে, কাটুওয়াপিটিয়া ও বাট্টিকালোর চার্চে বিস্ফোরণ হয়। পাশাপাশি শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি হোটেলও বিস্ফোরণে কেঁপে ওঠে। তার ঘণ্টাখানেক পরই আরও দুটি বিস্ফোরণ হয়। ঘটনায় ২৫৩ জনের মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে কোনও সংগঠন ঘটনার দায় স্বীকার না করলেও পরে ISIS বিস্ফোরণের দায় স্বীকার করে। পরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা জানান, বিস্ফোরণের দিন শাংরি লা হোটেলেই সন্দেহভাজন মূলচক্রী মৌলবি জাহরান হাশিমের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে গোয়ন্দারা খবর পান , শ্রীলঙ্কার পূর্ব উপকূলের একটি বাড়িতে জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে । নিরাপত্তাবাহিনী সেই বাড়িটিকে ঘিরে ফেলেন । পালানোর পথ নেই বুঝতে পেরে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দু’পক্ষের গুলির লড়াইয়ে ১৫ জনের মৃত্যু হয় । পুলিশ সূত্রে খবর, নিহতদের মধ্যে জাহরান হাশিমের বাবা মহম্মদ হাশিম, দুই ভাই জাইনি ও রিলওয়ান রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*