
রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী উপলক্ষে পূর্ব বর্ধমান শহরের টাউন হল থেকে বাহির সর্বমঙ্গলা পর্যন্ত এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ জৈন ধর্মের সকল মানুষজন। বহু মহিলারাও এই শোভাযাত্রায় অংশ নেন।
ভগবান মহাবীরের জন্মদিনকে ‘মহাবীর জয়ন্তী’ হিসেবে পালন করা হয়। এই দিনটি জৈন ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ দিনগুলির একটি। সাধারণত চৈত্র মাসের শুক্ল পক্ষের ত্রয়োদশীতে মার্চ-এপ্রিল মাসে এই দিনটি উদযাপিত হয়। এই দিন জৈন মন্দিরগুলি সাজানো হয়। মহাবীরের জীবন ও শিক্ষার উপর ভিত্তি করে বিভিন্ন শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা করা হয়। দুঃস্থদের ভোগদান, পুণ্যকর্ম ও শুদ্ধ জীবনযাপনের প্রতিজ্ঞা নেওয়া হয়। জৈন ধর্মের প্রভু মহাবীরের ২৬০২৪ তম জন্ম জয়ন্তী উপলক্ষে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় প্রতিবছর।
Be the first to comment