কম‍্যান্ডো হাসপাতালের চিকিৎসকের পরিবারে করোনা আক্রান্ত আরও ৩

Spread the love

রাজ্যে আরও বাড়ল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বুধবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭। নতুন করে আরও তিন করোনা আক্রান্তের হদিশ রাজ্যে।

আগেই আলিপুর কমান্ড হাসপাতালের এক চিকিৎসক আক্রান্ত হয়েছিলেন। ওই চিকিৎসক কোন ভাইরাসে আক্রান্ত হওয়ার পরপরই তার পরিবারের সব সদস্যের করো না পরীক্ষা হয়।

এই পাশাপাশি কমান্ড হাসপাতালেই কোয়ারেন্টাইনে রাখা হয় করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসককে। তার পরিবারের সব সদস্যের দাদা রসের নমুনা সংগ্রহ করা হয়।

নাইসেডে সাথে পরিবারের সদস্যদের লালারসের পরীক্ষা হয়। লালা রস পরীক্ষায় তিন জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। নতুন করে করোনা আক্রান্ত ওই তিনজনকেই কমান্ড হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করা হচ্ছে।

নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন আরো কাদের সংস্পর্শে এসেছিলেন তাও খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই আক্রান্তদের আত্মীয়দের সঙ্গে কথাবার্তা শুরু করেছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের নতুন করে ১৫ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ছে। বুধবার সকাল পর্যন্ত বাংলায় করোনা আক্রান্ত মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল পর্যন্ত দেশজুড়ে ১৬১৯ জন করণা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারণ ভাইরাসের বলি হয়েছেন এখনো পর্যন্ত ৩৫ জন। বুধবার সকাল পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দশজন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশে ৪০, বিহারে ১৬, চণ্ডীগড়ে ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারণ করোনা থাবা বসিয়েছে লাদাখে। বুধবার সকাল পর্যন্ত লাদাখের ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*