গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে শনিবার সকাল ভারতের। প্রতিদিনের মত আজও ভারতের থলিতে আরও ৩টি সোনা এসেছে। শনিবারের সকালে ভারতের এক নম্বর মহিলা বক্সার মেরি কম সোনা জিতলেন। মেরি কমের সোনার পদক জয়ের সাথে সংখ্যাটা বিশে নিয়ে গেলেন বক্সার গৌরব সোলাঙ্কি এবং শুটার সঞ্জীব রাজপুত। বক্সিংয়ে পুরুষদের ৫২ কেজি বিভাগে সোনা জিতলেন গৌরব সোলাঙ্কি। ফাইনালে নর্দান আয়ারল্যান্ডের ব্রেন্ডন আইরভিনকে হারিয়ে দেশের গৌরব বাড়ালেন বক্সার গৌরব সোলাঙ্কি। তিনিই প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসেবে কমনওয়েলথ গেমসে সোনা জয়ের নজির গড়লেন। শুটিংয়ে শনিবার ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জিতলেন নেভি অফিসার সঞ্জীব রাজপুত। ৩৭ বছর বয়সী সঞ্জীব ৪৫৪.৫ স্কোর করে গেমস রেকর্ডও গড়েন তিনি।
Be the first to comment