রোজদিন ডেস্ক:- অশোক স্তম্ভের অবমাননা ও পুলিশের বিরুদ্ধে উস্কানি মন্তব্যের অভিযোগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন। রাত আটটার মধ্যে তাকে শোকজের জবাব দিতে হবে।
উপ নির্বাচনের প্রচারে গিয়ে মন্তব্য, আর সেই মন্তব্যের জেরেই শোকজের মুখে বিজেপির রাজ্য সভাপতি। সোমবার, ভোটের ঠিক একদিন আগে বিজেপি সাংসদকে শোকজ করল নির্বাচন কমিশন। সুকান্ত মজুমদারের কাছে শোকজ নোটিস পাঠানো হয়েছে। সোমবার রাত আটটার মধ্যে জবাব তলব করেছে নির্বাচন কমিশন।
বাঁকুড়ার তালড্যাংরায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অশোক স্তম্ভ নিয়ে মন্তব্য করেন সুকান্ত মজুমদার। বিজেপি নেতা ওইদিনের বক্তব্যে পুলিশকে কড়া ভাষায় আক্রমণ করেন। পুলিশকে সরিয়ে নিলে রাজ্যে তৃণমূল কংগ্রেস বলে কোনও দল থাকবে না বলেও সুর চড়িয়েছিলেন।
পুলিশকে আক্রমণ করতে গিয়েই অশোক স্তম্ভ প্রসঙ্গ টেনে বলেছিলেন, ‘পুলিশের যে টুপিটা পরেন, যে অশোক স্তম্ভটা পরেন ঘাড়ে, সেই অশোক স্তম্ভ টুপি থেকে খুলে রাখুন।’ হাওয়াই চটির সিম্বল অশোক স্তম্ভের জায়গায় বসিয়ে রাখার নিদান দেন। সুকান্ত মজুমদারের ওই মন্তব্যের পরেই, নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল রাজ্যের শাসক দল। তৃণমূলের দাবি ছিল, অশোক স্তম্ভের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন সুকান্ত। সোমবার, উপনির্বাচনের প্রচারের শেষ দিনে, সুকান্ত মজুমদারকে শোকজ নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। এদিন রাত আটটার মধ্যেই তাঁকে জবাব দিতে বলা হয়েছে।
Be the first to comment