শিশুদের জ্বরের কারণ খুঁজতে বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর

Spread the love

গত কয়েক দিনে রাজ্যে বেশ কয়েক জন শিশু জ্বরে আক্রান্ত হয়েছে। যদিও করোনা পরীক্ষা করে তাদের বেশির ভাগেরই রিপোর্ট এসেছে নেগিটিভ। ম্যালেরিয়া এবং ডেঙ্গিরও পরীক্ষা করা হয়েছে। এবার শিশুদের জ্বরের কারণ খুঁজতে বিশেষজ্ঞ কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর। রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী ছাড়াও দুই শিশু রোগ বিশেষজ্ঞ, তিন মেডিসিনের বিশেষজ্ঞ, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের এক ভাইরোলজিস্ট এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এই কমিটিতে থাকবেন।

এই কমিটি বুধবার প্রথম আলোচনায় বসবে বলে সূত্রের খবর। মূলত কী ভাবে রাজ্যে এই জ্বর ছড়াচ্ছে এবং কী কারণেই বা শিশুরা জ্বরে আক্রান্ত হচ্ছে তার কারণ খুঁজবেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও চিকিৎসার রূপরেখাও প্রস্তুত করা হবে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*