৮ মার্চ থেকে মণিপুরের রাস্তায় চলাচল করতে পারবে সাধারণ মানুষ জানালেন ‘শাহ’

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিনা বাধায় এবার রাস্তায় চলতে পারবেন সাধারণ মানুষ। আগামী ৮ মার্চ থেকে মণিপুরের রাস্তায় চলাচল করবেন আম জনতা। শনিবার মণিপুরের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একপ্রস্থ বৈঠকের পর এমনই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। পাশাপাশি তিনি আরও বলেন, কেউ রাস্তা আটকানোর চেষ্টা করলে, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর এই প্রথম অশান্ত মণিপুর নিয়ে বৈঠক করলেন অমিত শা। মূলত এই বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে লুট হওয়া সরকারি অস্ত্র এবং বেআইনি অস্ত্র উদ্ধারের উপর। পাশাপাশি এও বলা হয়েছে মণিপুরে শান্তি ফেরাতে কী করণীয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভল্লা এবং সরকারি আধিকারিকেরা। পাশাপাশি সেনা এবং আধাসেনার কর্তারাও উপস্থিত ছিলেন বৈঠকে।
প্রসঙ্গত, মণিপুরে হিংসার ঘটনায় অস্ত্রশালা থেকে সরকারি অস্ত্র লুটের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এহেন পরিস্থিতিতে গত ১৩ ফেব্রুয়ারি থেকে জারি হয় রাষ্ট্রপতির শাসন। রাষ্ট্রপতি শাসনের আবহে মণিপুরের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যপাল ভল্লাই। এদিকে, গত ২০ ফেব্রুয়ারি রাজ্যপাল জানিয়েছিলেন, যারা অস্ত্র লুঠ করেছে, ৭ দিনের মধ্যে অস্ত্র ফেরত না দিলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।
সংবাদমাধ্যম সূত্রের খবর, সাত দিনের মধ্যে ৩০০-র বেশি অস্ত্র সমর্পণ হয়েছে। তার মধ্যে মেইতেইদের বিদ্রোহী গোষ্ঠী আরামবাই তেঙ্গলের তরফে ২৪৬টি আগ্নেয়াস্ত্র জমা দেওয়া হয়েছে। আজ লুট হওয়া সরকারি অস্ত্র এবং অন্য বেআইনি অস্ত্র সমর্পণের বিষয়ে নিয়েও বৈঠকে আলোচনা করেছেন অমিত শা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*