দুই আসন কংগ্রেসকে ছেড়ে করিমপুরে প্রার্থী দিলো বামেরা

Spread the love

বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো আলিমুদ্দিন স্ট্রিট। করিমপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। করিমপুরে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হচ্ছেন গোলাম রব্বি। আজ বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে প্রার্থী ঘোষণা করেন সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু। বাংলার তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে আগামী ২৫ নভেম্বর। ভোট হবে খড়্গপুর, করিমপুর এবং কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে। করিমপুর বিধানসভা উপ-নির্বাচনে প্রার্থী দিল বামেরা।

লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট হওয়া নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়। হাজার চেষ্টা করেও জোট হয়নি। ভেস্তে যায় সমস্ত জোট প্রক্রিয়া। শেষমেশ লোকসভা ভোটে পৃথকভাবে প্রার্থী দেয় বাম এবং কংগ্রেস। কিন্তু জোট প্রক্রিয়া ভেস্তে গেলেও বহরমপুর ও মালদহে দক্ষিণে প্রার্থী দেয়নি বামেরা। ২টি কেন্দ্রেই জিতেছে কংগ্রেস। উল্টো দিকে যাদবপুর কেন্দ্রে প্রার্থী দেয়নি কংগ্রেস।

রাজ্যের একমাত্র কেন্দ্র হিসাবে সেখানে দ্বিতীয় হয়েছে বামেরা। ফলে কংগ্রেস এবং বামেদের বহু নেতা-কর্মীই জোটের পক্ষে জোরাল সওয়াল করেন। এরপর থেকে ফের একবার পাকাপাকিভাবে জোট প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে কাজ শুরু করেন সিপিএম এবং কংগ্রেস। অবশেষে গত কয়েকদিন আগে প্রদেশ কংগ্রেস দফতরে গিয়ে জোট প্রক্রিয়া সম্পন্ন করেন আলিমুদ্দিনের ম্যানেজাররা।

জোট শর্ত হিসাবে ১৯৭৭ সাল থেকে ২০১৬ পর্যন্ত যে দল যে কেন্দ্রে বেশিবার জিতেছে প্রার্থী দেবে সেই। সেই সমীকরণ মেনে খড়গপুর ও কালিয়াগঞ্জে প্রার্থী দেবে কংগ্রেস। আর করিমপুরে প্রার্থী দেবে বামেরা। সেই সমীকরণ মেনেই এদিন প্রার্থী ঘোষণা করলেন বিমান বসু। তিনি বলেন, খড়গপুরে কোনও দিনই বামেরা জেতেনি। তাই সেখানে প্রার্থী দেওয়ার দাবি তোলা অনুচিত। উলটো দিকে কালিয়াগঞ্জেও কংগ্রেসের পাল্লা ভারী। আর সেজন্যে দুটি বিধানসভা আসন ছেড়ে করিমপুরে প্রার্থী দিল বামেরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*