বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর বিধানসভার প্রেস কর্নারে যৌথ সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেস পরিষদীয় দলনেতা আব্দুল মান্নান এবং বামফ্রন্টের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। কৃষি বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব আনতে চান তাঁরা। তাই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন অন্তত একদিনের জন্য হলেও বিধানসভা ডাকুন।
আব্দুল মান্নান বলেন, কৃষকের সর্বনাশ বিরোধী প্রস্তাব নেবো আমরা। ঐক্যবদ্ধভাবে বিধানসভায় লড়াই করবো।
সুজন চক্রবর্তী বলেন, দিল্লিতে এই বিলের বিরোধিতায় সামিল তৃণমূল কংগ্রেসও। কেন্দ্রীয় সরকার গায়ের জোরে সংবিধানকে ধ্বংস করছে। এই বিল পাসের ফলে কৃষক আর কৃষক থাকবে না ক্রীতদাসে পরিণত হবে।
পাশাপাশি এদিন সুজনবাবু আরও বলেন অত্যাবশ্যকীয় পণ্য আইনে যেভাবে পরিবর্তন করা হচ্ছে তাতে মানুষের খাদ্যের অধিকার হরণ করা হবে। শ্রম আইনও এমন হচ্ছে যা বিজেপির স্বৈরাচারী রাজনীতির প্রতিফলন ।
দুজনেরই মিলিত আবেদন মুখ্যমন্ত্রী যদি সত্যিই বিজেপি বিরোধী হন তাহলে বিধানসভার অধিবেশন ডেকে কেন্দ্রের কৃষি বিল সহ বিলগুলির বিরুদ্ধে কেন্দ্র বিরোধী সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করা হোক।
Be the first to comment