বিধানসভায় কংগ্রেস এর ঘর অর্ধেক সংস্কার হয়ে পড়ে রয়েছ। 22লক্ষ টাকা এস্টিমেট করে ঘরের সংস্কার শুরু করেছিল বিধানসভার সচিবালয়। কিন্তু কংগ্রেস পরিষদীয় দলের তরফে খরচের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছিল বলে কাজ বন্ধ করে দেওয়া হয়। তারপর প্রায় ৫ মাসেরও বেশি সময় ধরে ঘরের সংস্কারের কাজ বন্ধ। সেই নিয়ে অভিযোগ আজ স্পিকার বিমান ব্যানার্জীর কাছে জানালেন কংগ্রেস বিধায়করা।
বিমানবাবু সচিবালয়কে দ্রুত কংগ্রেস এর ঘর দেখতে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। আগামীকালের মধ্যেই সেই কাজ শুরু করা হবে বলে বিধানসভা সূত্রের খবর।
বিধায়ক আবাসনের আমূল সংস্কার চাই। বাথরুমের ছাদ চুইয়ে জল পরে, দেওয়াল এর পলেস্তরা উঠে গেছে, ৫৫টা টিভি খারাপ, মাঝেমধ্যেই জলের সমস্যা থাকে। এগুলো নিয়ে কাল কংগ্রেস-এর মহিলা বিধায়করা অধিবেশনের উল্লেখ পর্বে প্রশ্ন তুলবেন বলে সূত্রের খবর।
Be the first to comment