পুরোনা ভিডিও পোস্ট করে বিপাকে কংগ্রেস। ভিডিওটি পোস্ট করে কংগ্রসের আইটি সেল। দাবি করা হয়, সেটি প্রধানমন্ত্রীর জয়পুরের শনিবারের জনসভার ভিডিও। বিজেপির ভিতরের অন্তর্দ্বন্দ তুলে ধরতেই এটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে একদল লোক স্লোগান দিচ্ছেন। যার মানে করলে দাঁড়ায়, ‘মোদী, আমরা আপনাকে ছোট করছি না। কিন্তু বসুন্ধরা, এত সহজে তোমায় ছাড়ছি না। তোমার জন্যই মোদীর ক্ষতি হবে।’ ভিডিওর সঙ্গে টুইটও করা হয়। সেখানে বলা হয়, দলীয় ক্যাডারদের ওপরও মোদির রাশ আলগা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর জয়পুরের সভায় অন্তর্দ্বন্দ্ব বাইরে বেরিয়ে এল। মুহূর্তের মধ্যে কয়েক দফা শেয়ার হয় ভিডিও টি। যদিও কিছুক্ষণ পরেই জানা যায়, এটি কয়েক মাস আগের পুরনো। গত ৮ মার্চের। রাজস্থানেরই ঝুনুঝুনুর একটি অনুষ্ঠানের ভিডিও। সেখানে, জাতীয় পুষ্টি মিশন ও বেটি পড়াও কর্মসূচির সূচনায় বসুন্ধরার সঙ্গেই ছিলেন প্রধানমন্ত্রী মোদী। এভাবে ভুল প্রকাশ্যে চলে আসায় ক্ষমা চান কংগ্রেসের আইটি সেলের কর্ত্রী দিব্যা স্পন্দনা। এই নিয়ে কয়েক দফা টুইটও করেন। শেষ টুইটের বক্তব্য ছিল, আমরা ভুল করি। কিন্তু কনটেন্ট ভুল নয়। সেটা কি মানবেন আমিত শাহ!
Be the first to comment