প্রদেশ কংগ্রেস সভাপতি পদে আবারও অধীর চৌধুরী? শুরু জল্পনা!

Spread the love

কে হবেন পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি? সোমেন মিত্রের মৃত্যুর পর থেকে এনিয়ে জল্পনা চলছে। যদিও এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে AICC ৷ সোমবার AICC-র একটি বৈঠক হয়।

সূত্রের খবর , দ্বিতীয় বারের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি হতে পারেন অধীর চৌধুরি। এদিকে উত্তরবঙ্গের কার্যকরী সভাপতি এবং দক্ষিণবঙ্গের কার্যকরী সভাপতি হতে পারেন যথাক্রমে শংকর মালাকার ও নেপাল মাহাত। সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার জন্য নিজের নাম প্রস্তাব করেছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য । তিনি AICC-র অন্যতম সম্পাদক কে সি বেণুগোপালের কাছে এই আবেদন জানিয়েছেন । প্রদেশ কংগ্রেস সূত্রের খবর, গৌরব গগৈয়ের কাছেও প্রদীপ ভট্টাচার্য তাঁর নিজের নাম এবং উত্তরবঙ্গের নকশালবাড়ির বিধায়ক শংকর মালাকারের নাম প্রস্তাব করেছেন । গৌরব গগৈ সেই নাম জমা দেবে AICC-র কাছে ।

যদিও রাজ্যের প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অনেকেই চাইছে না এই বয়সে প্রদীপ ভট্টাচার্য সভাপতি হন। একজন পূর্ণ সময়ের প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি জানিয়েছে তারা। সূত্রের খবর, গত এক সপ্তাহ ধরে প্রদীপ ভট্টাচার্যের দিল্লিতে অবস্থান নিয়ে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে মধ্যে ইতিমধ্যেই ক্ষোভ তৈরি হয়েছে।

এদিকে রাজ্যসভা শুরু হলে দিল্লিতে ব্যস্ত থাকবেন প্রদীপ ভট্টাচার্য। অতীতে একাধিকবার দেখা গেছে প্রদীপ ভট্টাচার্য দিল্লিতে অতিরিক্ত সময় দিয়ে ফেলেছেন। সেই কারণেই প্রদেশ নেতৃত্ব চাইছে, সংগঠনের জন্য অতিরিক্ত সময় দিতে পারবেন এরকম কাউকে সভাপতি করা হোক। অধীর চৌধুরি অতীতেও সাংসদ থাকাকালীন পূর্ণ সময়ের জন্য প্রদেশ কংগ্রেসের দায়িত্ব সামলেছেন। সেক্ষেত্রে দ্বিতীয়বারের জন্য অধীর চৌধুরি প্রদেশ কংগ্রেস সভাপতি হতে পারেন বলে শোনা যাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*