কর্ণাটকে ব্যালটে জিতলো কংগ্রেস

Spread the love

কর্ণাটকে বাজিমাত করলো কংগ্রেস ৷ শহর ও গ্রামাঞ্চলের স্থানীয় বডির নির্বাচনের দারুণ পারফরম্যান্স কংগ্রেসের ৷ ২৯ এপ্রিল নির্বাচন হয়েছিলো ১৩৬১ সিটে। যার মধ্যে ৫০০-এরও বেশি সিট নিজেদের ঝোলায় পুড়েছে কংগ্রেস ৷ ৮ টি শহরের কর্পোরেশন ৩৩ টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ২২ টি শহুরে পঞ্চায়েত, ২০২ গ্রাম পঞ্চায়েতে ভোট হয়ে গেছে। বেঙ্গালুরু আর্বান রিজিওনে কংগ্রেসে ১৭ টি সিট জিতেছে যেখানে ১০ টি জিতেছে বিজেপি ৷

উল্লেখ্য, মান্ডয়্যাতে মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ছেলে লোকসভা নির্বাচনে খারাপ ফল করেছিলো ৷ তবে এই ভোটে জনতা দল সেকুলার ৬৯ টি সিটের ৩২ টি জিতেছেন ৷ কংগ্রেস ২৩ টি সিট নিয়ে দ্বিতীয় দল হয়েছে ৷ মিউনিসিপ্যাল কর্পোরেশনে ৭৮৩ টি ওয়ার্ডে ভোট হয়েছিল ৷ তারমধ্যে ১০২ টি সিট জিতেছে জেডিএস ৷ ইনডিপেনডেন্ট প্রার্থীরাও একই সংখ্যায় সিট পেয়েছেন ৷ অন্যদিকে, শহরাঞ্চলের পঞ্চায়েতে ৩৩০ টি সিটের মধ্যে ১২৬ টি সিট জিতেছে বিজেপি ৷ লোকসভা নির্বাচনে কংগ্রেস ও জেডিএস জোট গড়েছিল ৷ তবে লোকাল বডির এই নির্বাচনে কোনও জোট ছিল না।

এই ফলাফলে উচ্ছ্বসিত কংগ্রেসের কর্ণাটকের প্রেসিডেন্ট দীনেশ গুন্ডু রাও ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*