আবারও কংগ্রেস-বিজেপি শিবিরে যুদ্ধের প্রস্তুতি শুরু

Spread the love

উনিশের লোকসভার আগে আবারও যুদ্ধের প্রস্তুতি কংগ্রেস-বিজেপি শিবিরে। মধ্যপ্রদেশের নির্বাচন ঘিরে সম্মুখ সমরে নামতে চলেছে দুই দলই। তবে প্রথাগত ভোট যুদ্ধের পাশাপাশি এবার হাতিয়ার সোশ্যাল মিডিয়া। এজন্য রীতিমতো দক্ষ সাইবার কর্মী নিয়োগ করছে উভয় দলই। রাজ্য বিজেপির আইটি শাখার প্রধান শিবরাজ সিং দাবি জানান, প্রায় ৬৫ হাজার সাইবার যোদ্ধা নিয়োগ করা হয়েছে। গত তিন মাস ধরেই চলছে এই প্রক্রিয়া। আরও অতিরিক্ত ৫ হাজার নিয়োগ করা হবে।

এদিকে কংগ্রেসের আইটি শাখার প্রধান ধর্মেন্দ্র বাজপাই জানান, গড়ে তোলা হয়েছে ‘রাজীব কা সিপাহী’। ৪ হাজার সেনা সক্রিয় ভাবে কাজ করছে। আরও ৫ হাজার নিয়োগ করা হবে। ফেসবুক, টুইটার তো রয়েছেই, এবার বিশেষ জোর দেওয়া হচ্ছে হোয়াটস অ্যাপের উপরে। বিশেষকরে গ্রামগঞ্জে হোয়াটস অ্যাপই হল সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম। সেজন্য দলীয় প্রচার জোরদার করতে এবার ভোটের আগেই সাইবার যুদ্ধ শুরু হতে চলেছে বলে ধারনা করা হচ্ছে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*