কংগ্রেসের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ করেছেন হুইসলব্লোয়ার ক্রিস্টোফার উইলি। যার জেরে আবারও সরগরম দেশের রাজনীতি। কিন্তু উইলির এই দাবি খারিজ করে দিলো কেমব্রিজ অ্যানালিটিকা। সংস্থাটি জানিয়েছে, নিজের ভুল ব্যাখ্যা দিয়েছেন উইলি। সংস্থার বিরুদ্ধে ভুল ব্যাখ্যা করেছেন তিনি। একদিকে, তথ্য ফাঁস নিয়ে কি বলছেন উইলি তা নিয়ে ধন্দে কেমব্রিজ অ্যানালিটিকা। পাশাপাশি সংস্থা জানিয়েছে, উইলি কেমব্রিজ অ্যানালিটিকার প্রাক্তন কর্মী। তাই বর্তমানে সংস্থার কাজকর্ম সম্পর্কে উইলি কিছুই জানেন না বলে দাবি কেমব্রিজ অ্যানালিটিকার।
প্রসঙ্গত, মঙ্গলবারই হুইসলব্লোয়ার ক্রিস্টোফার উইলি দাবি করেন, রাজ্যস্তরে কেমব্রিজ অ্যানালিটিকার সাহায্য নিয়েছে কংগ্রেস। ভোটে জয়ী হওয়ার জন্যই ফেসবুকের তথ্য ব্যবহার করতো কেমব্রিজ অ্যানালিটিকা। আর কেমব্রিজ অ্যানালিটিকার এই মন্তব্যের পরই শুরু হয়ে গিয়েছে বিজেপি কংগ্রেস রাজনৈতিক তরজা। বিজেপি নেতা রবিশংকর প্রসাদ অবিলম্বে রাহুল ও কংগ্রেসকে ক্ষমা চাওয়ার দাবি জানান।
Be the first to comment