কংগ্রেসের ১২৫ জনের প্রাথমিক তালিকায় মহিলার সংখ্যা ৫০, প্রার্থী উন্নাওয়ের ধর্ষিতার মা

Spread the love

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ৷ প্রাথমিক প্রার্থীতালিকায় নাম রয়েছে ১২৫ জনের ৷ তাঁদের মধ্যে ৫০ জন মহিলা ৷

প্রিয়াঙ্কা জানিয়েছেন, এবারের প্রার্থীতালিকায় ৪০ শতাংশ হবেন মহিলা এবং ৪০ শতাংশকে বাছাই করা হবে যুব কংগ্রেস থেকে ৷ সাংবাদিক, শিল্পী থেকে শুরু করে জীবনের নানা ক্ষেত্রে লড়াকু মানুষদের এবার টিকিট দিচ্ছে তাঁদের দল ৷ এঁদের মধ্যে আশা সিং অন্যতম ৷ উন্নাওয়ে তাঁর মেয়েকেই ধর্ষণ করা হয়েছিল ৷ পরে নিগৃহীতার মৃত্যু হয় ৷ মেয়েকে সুবিচার পাইয়ে দিতে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতেই আশা কংগ্রেসের প্রতিনিধি হিসাবে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি সূত্রের ৷

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ভোটের ইতিবাচক বিষয়গুলিতেই জোর দেবে তারা ৷ বস্তুত, নারী ক্ষমতায়নই যে এবার তাদের প্রচারের অন্যতম অস্ত্র, উত্তরপ্রদেশ ভোট প্রসঙ্গে একথা আগেই জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব ৷ একইসঙ্গে, জোর দেওয়া হয়েছে যুব সম্প্রদায়কে একেবারে সামনের সারিতে এগিয়ে আনার উপরেও ৷ যোগী জমানায় উত্তরপ্রদেশে মেয়েরা যে মোটেই সুরক্ষিত নন, সেকথা তুলে ধরে বারবার সরব হয়েছে কংগ্রেস ৷ প্রার্থীতালিকায় তাই মহিলা ও যুবদের উপস্থিতি বৃদ্ধি অভিপ্রেত ছিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*