দেশব্যাপী আজ নারীরা আজ আক্রান্ত। সে উন্নাও হোক বা কাঠুয়া সারা ভারতের মেয়েরা আজ তাদের সুবিচারের অধিকারের জন্য লড়াই করছে। আজ নাগরিক থেকে বিধায়িকা নির্যাতিতা আক্রান্ত, শিশু থেকে বৃদ্ধা এমনকি সন্যাসিনীও ধর্ষিতা। এ কোন্ ভারতবর্ষ? সভাপতি শ্রী রাহুল গান্ধীর পরিকল্পনা মাফিক ও প্রদেশ সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরীর উদ্যোগে জাতীয় কংগ্রেসের হাত ধরে একটি প্রতিবাদ-জমায়েতের আয়োজন করা হয়েছে। সমাজের এই ঘৃণ্য অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল, ১৪ এপ্রিল শনিবার সন্ধ্যে ৭ টায় শিয়ালদহ স্টেশনের সামনে মোমবাতি সহকারে মৌন সমাবেশের কর্মসূচি নেয়া হয়েছে।
এদিকে, দেশজুড়ে শুক্রবারও মোমবাতি মিছিল করবে কংগ্রেস। নারী নিগ্রহের একাধিক ঘটনার প্রতিবাদে এমন সিদ্ধান্ত রাহুল গান্ধীর। একথা অশোক গেহলট জানিয়ে দিয়েছেন সমস্ত প্রদেশ সভাপতিকে।
Be the first to comment