সামনে এলো অন্তর্দ্বন্দ্ব, কর্ণাটকের কংগ্রেস বিধায়ক আনন্দ সিংকে বেধড়ক মারধর

Spread the love

ছবি সৌজন্যে- (এএনআই)

কংগ্রেস বিধায়ক আনন্দ সিংকে মারধরের অভিযোগ উঠলো অপর এক বিধায়ক জে.এন.গণেশের বিরুদ্ধে। মারধরের ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন আনন্দ সিং। ঘটনার জেরে জে.এন.গণেশকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।

আনন্দ সিং পুলিশকে জানান, ডিনারের পর জে এন গণেশ তাঁকে লাঠি দিয়ে মেরেছেন। তারপর তাঁকে দেওয়ালে ধাক্কা মারেন এবং মারার হুমকি দেন। তিনি বলেন, আমার বোন, ছেলে ও পরিবারের লোকজনকে মারার হুমকি দেয় গণেশ। তারপর আমাকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেয়। আর তখনই আমার মুখে লাথি ও ঘুষি মারা শুরু করে। আমার চোখ নাক সব ফুলে যায়। এরপর জ্ঞান হারাই। আর যখন জ্ঞান ফেরে তখন আমি এক বেসরকারি হাসপাতালে। উল্লেখ্য, সরকার বাঁচাতে কংগ্রেসের ৮০ বিধায়কের ৭৬ জনকে রাখা হয়েছে ঈগলটন রিসর্টে। সেখানেই আনন্দ সিংকে মারধর করা হয় বলে দাবি তাঁর। 

তবে কংগ্রেস মন্ত্রী ডি.কে.শিবকুমার মারপিটের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, বুকের ব্যথা নিয়ে আনন্দ সিং হাসপাতালে গিয়েছিলেন। অভিযুক্ত গণেশ বলেন, আমদের মধ্যে কোনও মারামারি হয়নি। আনন্দ পা পিছলে পড়ে যায়। তাই ওর চোট লেগেছে। আমি মারিনি। তবু ওর পরিবারের কাছে ক্ষমা চাইছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*