বৃহস্পতিবারই চূড়ান্ত হয়ে যাবে রাজস্থান ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম। কংগ্রেস সূত্রে খবর, রাজস্থানে অশোক গেহলত, মধ্যপ্রদেশে কমলনাথ এবং ছত্তিশগড়ে ভূপেশ বাঘেলই সম্ভাব্য মুখ্যমন্ত্রী। আরেকটি সূত্র জানাচ্ছে, মধ্যপ্রদেশে উপ মুখ্যমন্ত্রী করা হতে পারে জ্যোত্যিরাদিত্য সিন্ধিয়াকে।
ইতিমধ্যেই গেহলত ও পাটলট পৌঁছে গিয়েছেন দিল্লিতে। ওই রাজ্যগুলির দলীয় পর্যবেক্ষকরাও দিল্লি পৌঁছেছেন তাঁদের রিপোর্ট নিয়ে। তিন রাজ্যের বিধায়কদের সঙ্গে তাঁরা কথা বলেছেন। রাহুল গান্ধি ৭ লাখ ৩০ হাজার কংগ্রেসকর্মীকে অডিও বার্তায় মুখ্যমন্ত্রীর পদে তাঁদের পছন্দ জানাতে বলেছেন।
বুধবার রাজস্থান ও মধ্যপ্রদেশে ম্যারাথন বৈঠক করেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। তারপর রাহুলের ওপর সিদ্ধান্তের ভার ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিধায়কদের ভোটে রাজস্থানে পাল্লা ভারী পাইলটের দিকে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ ও রাজস্থানে কংগ্রেস নেতারা রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন।
Be the first to comment