এবার বাংলা পারলে সামলা; কি বলছেন বাম-কংগ্রেস নেতারা?

Spread the love

‘এবার বাংলা পারলে সামলা’-বিহারের নির্বাচনে এনডিএর জয়ের পর বিজেপি স্লোগান দিয়েছে। এই বিষয়ে সুজন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন এবার বাংলা পারলে সামলা কোন নতুন স্লোগান নয়, এটা অনেক পুরনো। তবে এটা বিজেপি তৃণমূলকে এবার বাংলা পারলে সামলা বলবেনা। কংগ্রেস ও সিপিএম, আরজেডি মিলিয়ে যে জোট হবে সেই জোটই বলবে এবার বাংলা পারলে সামলা।

সুজনবাবু বলেন যে তৃণমূল দলটাই উঠে যেতে বসেছে। প্রতিদিনই কোন না কোন বিধায়ক বিক্ষোভ দেখাচ্ছেন। তিনি বলেন যে এবারে লড়াই হবে বিজেপির সঙ্গে বামেদের এবং বিজেপিকে পরাস্ত করে তারাই বাংলা সামলানোর দায়িত্ব নেবেন।

বিধানসভার বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান বলেন, তৃণমূল দলটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। প্রত্যেকদিনই দলের অভ্যন্তরীণ কোন্দল বাইরে এসে পড়েছে এবং এর বিকল্প হল কংগ্রেস বাম, আরজেডি ইত্যাদি দলের গাটবন্ধন বা মহাজোট। এটাই হলো এর বিকল্প।

তৃণমূলের বিকল্প বিজেপি নয়, বিজেপির বিকল্পও তৃণমূল নয়। আব্দুল মান্নান বলেন তৃণমূল এবং বিজেপির একে অপরের মধ্যে বোঝাপড়া আছে। ওরা বাইরে বিরোধিতা করলেও ভিতরে ভিতরে একে অপরকে সাহায্য করে। সুতরাং এই দুই দলের কারোর ওপরই বাংলার মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা নেই। তাই বাংলা সামলাবার দায়িত্ব কংগ্রেস বাম ও তাদের সহযোগী জোটই পাবে বলে দৃঢ় বিশ্বাস আব্দুল মান্নানের। এই বিষয়ে বাম ও কংগ্রেস দুজনেরই একই মত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*