
চিরন্তন ব্যানার্জি, কলকাতা:- একবছর পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগেই প্রদেশ কংগ্রেসকে সংগঠন মজবুত করার নির্দেশ কংগ্রেস হাইকম্যান্ডের। তৃণমূল বা বামেদের সঙ্গে জোটের কথা না ভেবে রাজ্যের ২৯৪ টি আসনেই লড়াই করার মতো সংগঠন গড়ে তোলার নির্দেশ দিল কংগ্রেস হাইকম্যান্ড। পাশাপাশি, রাজ্যেও তৃণমূলের সঙ্গে সরাসরি সংঘাতের বদলে মানুষের ইস্যুকে তুলে ধরে ময়দানে নামার নির্দেশ দিয়েছে হাইকমান্ড।
বুধবার প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও কে সি বেনুগোপাল। আর জি করের নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করতে শীঘ্রই রাহুল ও প্রিয়াঙ্কার মধ্যে একজন কলকাতায় আসবেন বলে প্রদেশ নেতৃত্বকে জানিয়েছে হাইকমান্ড।
গোটা দেশে সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখতে প্রতিটি রাজ্যের নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন দিল্লি কংগ্রেসের নেতৃত্ব। তবে সাংগাঠনিকভাবে দুর্বল রাজ্যগুলির ওপর বেশি নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে এআইসিসি।
সূত্রের খবর, বুধবার দিল্লির ইন্দিরা ভবনের বৈঠকে হাজির প্রদেশ নেতৃত্বের বেশিরভাগ প্রতিনিধি একলা চলার পক্ষে সওয়াল করেন। ২৯৪ আসনেই যাতে কংগ্রেস প্রার্থী দেয় খাড়গে ও রাহুলের কাছে আবেদন জানান প্রতিনিধিরা। জানা যাচ্ছে, রাজ্য জুড়ে আন্দোলন ও সংগঠন গড়ে তোলার নির্দেশ দেয় হাইকমান্ড। সংসদে কি হচ্ছে সেদিকে না তাকিয়ে দলের স্বার্থে আগে কোন পথ হাঁটলে কংগ্রেস শক্তিশালী হতে পারে তা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠক থেকে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা গুলাম আহমেদ মীর জানান, ‘হাইকমান্ড জানিয়ে দিয়েছে আপাতত কংগ্রেসের লক্ষ্য রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসকে শক্তিশালী করা। সেক্ষেত্রে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক দুর্বলতা দূর করতে হবে। পাশাপাশি প্রদেশ নেতৃত্বের দেওয়া প্রস্তাব মেনে শীঘ্রই বাংলায় যাবেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীদের মতো নেতারা।’
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, ‘আরজি করে নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে কংগ্রেস।’
Be the first to comment