বিজেপি দেশের সবকিছু ভাঙতে চাইছে,অন্যদিকে কংগ্রেসের উদ্দেশ্যই হলো সব জোড়া লাগানো। তাই সংঘ পরিবার ও বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে কংগ্রেস আন্তরিকভাবে আগ্রহী। এই লড়াই লড়তে গিয়ে কংগ্রেসকে আত্মত্যাগ করতে হয়েছে। শনিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কার্যালয় ‘বিধান ভবন’-এ এক সাংবাদিক সম্মেলন করে একথাই জানালেন মল্লিকার্জুন খাড়গে।
ভারতীয় জাতীয় কংগ্রেসের বর্ষীয়ান নেতা দৃষ্টান্তস্বরূপ কর্ণাটকের প্রসঙ্গ টেনে এনে বলেন যে, সেখানে অনেক বেশি সংখ্যক বিধায়ক থাকা সত্ত্বেও ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্যবদ্ধ লড়াইয়ের স্বার্থে কংগ্রেস মুখ্যমন্ত্রী পদে জেডিএস-কে সমর্থন করেছে। বৃহত্তর স্বার্থে কংগ্রেস এমন আত্মত্যাগ বারে বারে করে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। ধর্মনিরপেক্ষ শক্তির জোটবদ্ধ লড়াইয়ে কংগ্রেসের ইতিবাচক বার্তা বহন করেই তিনি তৃণমূলের ব্রিগেড সমাবেশে দলের পক্ষ থেকে উপস্থিত হয়েছিলেন বলে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানান খাড়গে।
পাশাপাশি রাজ্যে নির্বাচনী জোট সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ রাজ্য কংগ্রেস নেতৃত্বের ব্যাপার বলেই মত বিশিষ্ট এই রাজনীতিবিদের।
দেখুন ভিডিও-
দেখুন ছবি-
Be the first to comment