
রোজদিন ডেস্ক, কলকাতা:- ওয়াকফ বিল নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস। দলের তরফে শুক্রবার জানানো হয়েছে, তারা সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিলের সাংবিধানিক বৈধতাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে।
ম্যারাথন চর্চা শেষে লোকসভার পর রাজ্যসভাতেও শুক্রবার গভীর রাতে বিলটি পাশ হয়। এরপর এক্স হ্যান্ডেলে একটি পোস্টে, এআইসিসি-র সাধারণ সম্পাদক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ লিখেছেন, “কংগ্রেস অবিলম্বে সুপ্রিম কোর্টে ওয়াকফ (সংশোধনী) বিলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করবে।” একই সঙ্গে তিনি এও লেখেন, “আমরা আত্মবিশ্বাসী ভারতের সংবিধানে থাকা নীতি, বিধান এবং অনুশীলনের উপর ভিত্তি করে মোদি সরকারের সমস্ত আক্রমণকে প্রতিহত করা সম্ভব।”
রাজ্যসভায় ওয়াকফ বিলের উপর আলোচনায় বিরোধী দলগুলির তীব্র আপত্তি করে। বিলটিকে মুসলিম বিরোধী এবং অসাংবিধানিক বলে অভিহিতও করেন বিরোধী সাংসদরা। পাল্টা সরকারের দাবি, এই ঐতিহাসিক সংস্কারের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের উপকার হবে। তুমুল বিতর্কের পর রাজ্যসভায় ১২৮ জন সদস্যের সমর্থন এবং ৯৫ জন সাংসদের বিরোধিতায় বিলটি পাশ হয়। এর আগে প্রায় দীর্ঘ ১৩ ঘণ্টা চর্চার পর বৃহস্পতিবার ভোরে লোকসভায় পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। ২৮৮ জন সদস্য বিলের পক্ষে এবং ২৩২ জন বিলের বিপক্ষে ভোট দেন।
পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কংগ্রেস আর কোন কোন হাই-প্রোফাইল মামলা করেছে এদিন তার বিবরণও দেন জয়রাম। তিনি জানান, ২০১৯ সালে সিএএ নিয়ে কংগ্রেসের দায়ের করা মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। ২০০৫ সালে পাশ হওয়া তথ্যের অধিকার আইনটিকে ২০১৯ সালে সংশোধন করা হয়। এই সংশোধনীর বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে দল। ২০২৪ সালে পাশ হওয়া নির্বাচন পরিচালনা বিধিমালা-র সংশোধনীর বৈধতা নিয়েও সুপ্রিম কোর্টে মামলা করেছে হাত শিবির। ১৯৯১ সালে পাশ হওয়া উপাসনালয় আইনের মূল ভাব যাতে একই থাকে তা নিশ্চিত করার দাবিকে সামনে রেখেও সর্বোচ্চ আদালতে মামলা দায়ের হয়েছে।
The INC’s challenge of the CAA, 2019 is being heard in the Supreme Court.
The INC’s challenge of the 2019 amendments to the RTI Act, 2005 is being heard in the Supreme Court.
The INC’s challenge to the validity of the amendments to the Conduct of Election Rules (2024) is being…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) April 4, 2025
Be the first to comment