বেঙ্গালুরুতে অবিজেপি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বিরোধীদের বৈঠকের আজ দ্বিতীয় দিনে উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে তিনি
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “কংগ্রেস ক্ষমতা বা প্রধানমন্ত্রী পদে আগ্রহী নয়” মহাজোট গঠনে ও বিরোধী ঐক্য মজবুত করতে কংগ্রেস সভাপতির এই মন্তব্য খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কংগ্রেস সভাপতির কথায়, “এই বৈঠকে আমাদের উদ্দেশ্য নিজেদের জন্য ক্ষমতা লাভ করা নয়। এটা আমাদের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচার রক্ষা করা।”
বিরোধী বৈঠকে ২৬টি দল একসঙ্গে রয়েছে এবং ১১টি রাজ্য সরকারে প্রতিনিধি রয়েছে। এই দলগুলির মধ্যে অনেক ক্ষেত্রেই রাজ্য ও আঞ্চলিক স্তরে বিরোধিতা রয়েছে। তাহলে কেন্দ্রীয় স্তরে কীভাবে একজায়গায় আসা সম্ভব, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মঙ্গলবার রাজ্য স্তরে বিরোধী দলগুলির মধ্যে পার্থক্যের কথা স্বীকার করেছেন। তবে উল্লেখ করেছেন যে এই পার্থক্যগুলি বড় নয় যে সাধারণ মানুষের স্বার্থে এগুলিকে পিছনে রাখা যাবে না।
তাঁর কথায়, “আমরা সচেতন যে রাজ্য স্তরে, আমাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলি আদর্শগত নয়। এই পার্থক্যগুলি এত বড় নয় যে আমরা সাধারণ মানুষ এবং মুদ্রাস্ফীতির কারণে ভুগছে এমন মধ্যবিত্তের জন্য, আমাদের যুবকদের জন্য যারা বেকারত্বে ভুগছে, দরিদ্রদের স্বার্থে, অথবা দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু যাদের অধিকার পর্দার আড়ালে চুপচাপ চুরমার করা হচ্ছে তাদের স্বার্থে পিছনের সারিতে রাখতে পারি না’।
Be the first to comment