শুক্রবার কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিস দিল কংগ্রেস। ২৭ মার্চ লোকসভায় ওই প্রস্তাব আনতে চেয়ে নোটিস দেওয়া হয়েছে বলে খবর। লোকসভার সাধারণ সম্পাদককে এদিন বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।জানা গিয়েছে, নোটিসে তিনি লিখেছেন, লোকসভার কার্যবিধি নিয়মের ১৭ নম্বর অধ্যায়ের ১৯৮(বি) নিয়মের অধীনে ২৭ মার্চ লোকসভায় প্রস্তাব আনতে চেয়ে আমার এই নোটিস। ওইদিনের কর্মসূচির সংশোধিত তালিকায় এই প্রস্তাব আনার বিষয়টি অন্তর্ভুক্ত করার অনুরোধ করছি।
উল্লেখ্য, এর আগে অন্ধ্রপ্রদেশকে স্পেশাল স্টেটাস দেওয়ার দাবি মেনে না নেওয়ায় মোদী সরকারের বিরুদ্ধে একই প্রস্তাব আনতে চেয়ে নোটিস দিয়েছে ওয়াইএসআর কংগ্রেস। আর তাতে সমর্থন করেছে তেলুগু দেশম পার্টি। স্পেশাল স্টেটাসের দাবিতে এখনও বিক্ষোভ জারি রেখেছে টিডিপি। এবার তপশিলি জাতি, উপজাতি আইন নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা খতিয়ে দেখতে সরকার রিভিউ পিটিশন ফাইল করুক – এমনই দাবি তুলেছে কংগ্রেস।
প্রসঙ্গত, ২৭ মার্চ কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনতে চাইলেও একাধিক ইস্যুতে সংসদ চত্বরে বিরোধী দলগুলির বিক্ষোভের জেরে ওই দিন পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে লোকসভা।
Be the first to comment