বিজেপির শাসন থেকে দেশকে মুক্ত করতে পারে একমাত্র কংগ্রেসঃ রাহুল গান্ধী

Spread the love

বিজেপির শাসন থেকে দেশকে মুক্ত করতে পারে একমাত্র কংগ্রসেই। শনিবার দিল্লিতে কংগ্রেসের প্লেনারি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন দলের সভাপতি রাহুল গান্ধী। এদিন তিনি বলেন, দেশে বিদ্বেষের রাজনীতি হচ্ছে, বিভাজনের চেষ্টা চলছে। কংগ্রেসের কাজ সংযোগ তৈরি করা। আর এই কাজ করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে।

প্রসঙ্গত, শনিবার থেকে দিল্লিতে শুরু হয়েছে কংগ্রেসের দু’দিনের প্লেনারি অধিবেশন। আর এই প্রথমবার কংগ্রেসের কোনও শীর্ষ অধিবেশনে পৌরহিত্য করছেন রাহুল গান্ধী। আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী সরকারকে ঠেকাতে বদ্ধপরিকর কংগ্রেস সভাপতি। আর তাই সেই নির্বাচনের আগে দলের নীতি ও রাজনৈতিক কর্মসূচী স্থির করাই এই প্লেনারি অধিবেশনের প্রধান লক্ষ্য।

এদিনের অধিবেশনে রাহুল গান্ধী বলেন, দেশজুড়ে হিংসার রাজনীতি করাই বিজেপির একমাত্র নীতি। আমরা ভ্রাতৃত্ববোধের মাধ্যমে শান্তির প্রচার করি। অধিবেশনে কেন্দ্রের আর্থিক নীতি, কৃষক-দলিত ইস্যু-সহ একাধিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

পাশাপাশি এদিন রাহুল আরও বলেন, ইভিএম-এর বদলে আগামীদিনের সব নির্বাচন কাগজের ব্যালটে করতে হবে। শনিবার দলের ৮৪-তম প্লেনারি অধিবেশনে রাহুল বলেন, এমনভাবে ইভিএমের অপব্যবহার করা হচ্ছে যাতে সম্ভাব্য জনমতের উল্টো ফল বেরোয়। এই ধারণা, আশঙ্কা দূর করতেই ব্যালটে ভোট ফের চালু করা দরকার।
প্রসঙ্গত, কংগ্রেস সহ আরও নানা রাজনৈতিক দল বেশ কিছুদিন ধরেই ভোটের সময় ইভিএমে কারসাজি করে ফলাফল প্রভাবিত করার অভিযোগ তুলে ব্যালটপত্রে ভোটদানের প্রথা ফেরানোর দাবি করছে। যদিও কমিশন সবসময় দাবি করছে, ইভিএমে কারসাজি করা সম্ভব নয়। আর এদিন রাহুলের এই বক্তব্যের সমালোচনা করেছেন গেরুয়া শিবিরের মন্ত্রী মুক্তার আব্বাস নকভি।

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*