‘UPA আবার কী? UPA বলে কিছু হয় না…’,মুম্বইতে এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট করার লক্ষ্য নিয়েছে তৃণমূল। সেই কারণেই মুম্বই সফরে গিয়েছেন মমতা। বিষয়টি নিয়ে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকও করেছেন।
বৈঠক শেষে মমতা ও শরদ সমমনস্ক দলগুলিকে একজোট হওয়ার বার্তা দেন। বিভিন্ন রাজ্যের শক্তিশালী আঞ্চলিক দলগুলির প্রসঙ্গ টানা হলেও, কংগ্রেসের বিষয়ে কিছু বলা হয়নি। এ নিয়ে মমতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কেউ যদি লড়াই করতে না চায়, তাহলে আমরা কী করব!’ তারপরেই UPA-র অস্তিত্ব অস্বীকার করেন বাংলার মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে কংগ্রেস নেতৃত্ব। এদিন বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল বলেন, কংগ্রেস ব্যতীত UPA হয় না। আত্মা ছাড়া শরীর হয় নাকি! এই মুহূর্তে একটা প্রদর্শনের প্রয়োজন রয়েছে বৈকি!’
লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে বলেন, ‘আমরা বিভিন্ন সামাজিক এবং রাজনীতিক ইস্যুতে তৃণমূলের সমর্থন চেয়েছিলাম। ওই বিষয়গুলির ক্ষেত্রে কংগ্রেস যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা নিয়েছে। বিরোধীদের মধ্যে কোনও দ্বন্দ্ব বাঞ্ছনীয় নয়। কোনওরকম বিভাজন হওয়া উচিত নয়। নিজেদের মধ্যে লড়াই করে কোনও লাভ নেই। বরং বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা দরকার।’
মহারাষ্ট্রের কংগ্রেস নেতা বালাসাহেব থোরাট এদিন বলেন, বিজেপি এর বিরুদ্ধে কংগ্রেস লড়াই চালিয়ে যাচ্ছে। সকলেই জানে কংগ্রেসের অবদান কী।’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘UPA-র দয়ায় আপনি ২০১১ সালে ক্ষমতায় এসেছিলেন। এই UPA-তে আপনার ৬টা মন্ত্রী ছিল। সেই দিন UPA ভালো ছিল। আজ মোদীর সুরে সুর মিলিয়ে কথা বলছেন তিনি।’
তাঁর সংযোজন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন তুলে সরকার ফেলতে চেয়েছিলেন। কিন্তু, সেই উদ্দেশ্য সফল হয়নি। তিনি আজ নরেন্দ্র মোদীর সুরে কথা বলছেন। কংগ্রেসকে দুর্বল করতে চাইছেন। এর আগেও অনেকে কংগ্রেসকে দুর্বল করার স্বপ্ন দেখেছেন। কিন্তু, তাঁরা সফল হয়নি। মানুষের সমর্থন ফিক্স ডিপোজিট নয়।’
উল্লেখ্য়, বুধবার মমতা কংগ্রেসকে আক্রমণ শাণিয়ে মমতা বলেছিলেন, ‘আমি উত্তর প্রদেশে প্রার্থী দিচ্ছি না। কিন্তু, বিজেপিকেই যদি ভয় পায়, সিদ্ধান্ত নিতে না পারে, বিজেপিকে আরও শক্তিশালী হতে দেয় তা হলে আমরা চুপ করে বসে থাকতে পারি না। ছ’ থেকে আট বছর ধরে অপেক্ষা করছি। যেখানে কংগ্রেস সমঝোতা করছে কিংবা লড়াই করতে পারছে না সেখানে লড়াই করব । সেখানে বিজেপিকে বাড়তে দেব না।’
Be the first to comment