সংগঠন দুর্বল, তাই এখনই দুর্দান্ত ফল হবে না রাজ্যে কংগ্রেসের, কিন্তু ধাপে ধাপে ভোটিং শতাংশ বাড়াতে হবে গল্পের ছলে বললেন রাহুল

Spread the love

পিয়ালী:- আর এক বছর বাদেই বাংলায় বিধানসভা নির্বাচন। সব দলই তাদের সংগঠনকে শক্তিশালী করতে নিজেদের মত স্ট্র্যাটেজি ঠিক করছে। কংগ্রেসও কেবলমাত্র নির্বাচনকে সামনে রেখে না হলেও সমস্ত রাজ্যের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছে। বিশেষ করে যেসব রাজ্যে তাদের সংগঠন দুর্বল সেইসব রাজ্যগুলোকে সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে কংগ্রেস হাই কমান্ড বৈঠক ডাকছে।১৯ মার্চ ২০২৫ বুধবার দিল্লিতে নবগঠিত ইন্দিরা ভবনে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খারগে, কেসি ভেনুগোপাল সহ হাই কমান্ডের সঙ্গে বৈঠকে বসলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। স্বাভাবিকভাবে উঠে এলো বাংলায় নির্বাচন প্রসঙ্গ। হাই কমান্ড নির্দেশ দেন সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। এই দিনের বৈঠকে বাংলা থেকে আসা প্রতিনিধিদের ভেতর ওবিসি, এসসি , এসটি নেই বললেই চলে এরকমই বলেন হাই কমান্ড। এ ব্যাপারে তারা খানিকটা উস্মা প্রকাশ করেন।তারা বলেন দলিত পিছিয়ে পড়া আদিবাসী তপশিলি জাতি উপজাতিদের দিকে গুরুত্ব বাড়াতে হবে। এদিনের বৈঠকে বাংলা থেকে আসা প্রতিনিধিরা একলা চলো নীতি অর্থাৎ অর্থাৎ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বা বামফ্রন্ট কারো সঙ্গে জোট করার পক্ষপাতি তাঁরা নন বলে জানান।

বৈঠকে রাহুল গান্ধী একটা গল্প বলেন, তিনি বলেন রোজ আমি হাঁটতে বেরোই, আমি জোরে হাটি দৌড়াই কিন্তু একটা ছেলেকে কোন মতে হারাতে পারি না। একদিন ছেলেটিকে জিজ্ঞাসা করি তুমি কি করে আমাকে রোজ হারাও, ছেলেটি বলে আপনারা দশ কিলোমিটার টার্গেট ফিক্স করেন। আমি এক কিলোমিটার কিভাবে বেরোবো সেটা দেখি। ধাপে ধাপে এগোই। তারপরে ল্যাম্পপোস্ট টাকে টার্গেট করি। তাই আমি হাঁপিয়ে পড়িনা । এরপর রাহুল বলেন ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাংলায় কংগ্রেস ৩% এর কম ভোট পায়। আমাদের ২০২৬ বিধানসভা ভোটে ৩% কে ১৫ পার্সেন্ট নিয়ে যেতে হবে।

তিনি বাংলার কংগ্রেস নেতৃত্বকে এখনই বিপুল আসন জয়ের কথা না বলে ভোট পার্সেন্টেজ বানানোর কথা বলেন।
২০২১ এর বিধানসভায় কংগ্রেস একটি আসন ও পায়নি। বলা যায় রাহুল গান্ধী রাজ্য কংগ্রেসকে শূন্য থেকে শুরু করার পরামর্শ দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*