
রোজদিন ডেস্ক, কলকাতা:- ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার মাঝে মুর্শিদাবাদের যেসব এলাকায় অশান্তি ছড়িয়েছে, সেসব আসলে মালদহের লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেটি কংগ্রেসের জেতা আসন। কংগ্রেসের উচিত ছিল, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেনদের সমাবেশে সরাসরি এই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট অভিযোগ, ”এটা পূর্বপরিকল্পিত সাম্প্রদায়িক অশান্তি। অনেক প্ররোচনা দেওয়া হয়েছে, অশান্তি করা হয়েছে। যদি তৃণমূলই এসব করত, তাহলে তৃণমূলের সাংসদ, বিধায়কদের বাড়িতে হামলা হতো না। তাঁদের আক্রান্ত হতে হতো না। আমি কোনও প্ররোচনামূলক কথা বলতে আসিনি। আমি এসেছি আজ শান্তির বার্তা দিতে।”
যে এলাকাগুলিতে অশান্তি হয়েছে সেগুলি মালদা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, কংগ্রেসের জেতা আসন। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে মুর্শিদাবাদের অশান্তি প্রসঙ্গে এমনটা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন কংগ্রেসকে কাঠগড়ায় তুলে মমতা বলেন, ‘কেন তারা দায়িত্ব নিচ্ছেন না। কেন জনপ্রতিনিধি হয়েও এই অশান্তির ঘটনার পর দায়িত্ব নিচ্ছেন না।’ তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস যদি অশান্তি করত, তাহলে তৃণমূলের তিন বিধায়কের বাড়ি আক্রান্ত হত না। পার্টি অফিসও ভাঙা হত না।’
পাশাপাশি এদিন বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী। সন্দেহ প্রকাশ করে বলেন, ‘ইউনূসের সঙ্গে গোপন মিটিং করছেন। এতে দেশের ভালো হলে খুশি হব? কিন্তু আপনার প্ল্যানটা কী? কোনও এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র বলছে, এতে বাংলাদেশের হাত রয়েছে। বিএসএফতো কেন্দ্রের হাতে। রাজ্যের হাতে সীমান্ত সামলানোর দায়ভার নেই। আপনারা বিভাজনের রাজনীতি করছেন। এটা প্রি প্ল্যানড।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’কে কটাক্ষ করে এদিন মমতা বলেন, ‘আপনি কালিদাসের মতো যে ডালে বসেছেন, সেই ডাল কাটছেন। মোদি চলে গেলে কী করবেন? আপনি তো প্রধানমন্ত্রী হতে পারবেন না। সবথেকে ক্ষতি করেছেন আপনি। আমি মোদিজিকে বলব, স্বরাষ্ট্র মন্ত্রীকে কন্ট্রোল করুন।’ মমতার কথায়, ‘আমাদের উপর ভরসা রাখুন। যতদিন থাকব হিন্দু-মুসলিম বিভাজন করতে দেব না।’
Be the first to comment