ইদ-রামনবমীতে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র চলছে, রাজ্যবাসীকে সতর্কবার্তা পুলিশের

Spread the love

রোজদিন ডেস্ক: সামনেই রামনবমী এবং ঈদ। আর তা ঘিরে কলকাতা এবং রাজ্যে কোনও আইন-শৃঙ্খলার অবনতি না-হয়, তার জন্য তৈরি রাজ্য ও কলকাতা পুলিশ। শনিবার রামনবমী ও ঈদের নিরাপত্তার জন্য আলিপুর বডিগার্ড লাইন্সে বৈঠক করেন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা। বৈঠকের পরই জানিয়ে দেওয়া হয়, রামনবমীর শোভাযাত্রা ঘিরে যাতে কোনও অপ্রিতীকর পরিস্থিতি তৈরি না-হয়, তার জন্য পুলিশ-প্রশাসন প্রস্তুত।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা-সহ কলকাতা পুলিশের একাধিক পদস্থ আধিকারিকরা। পাশাপাশি এদিন ভবানী ভবনে রামনবমীর নিরাপত্তা নিয়েও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম ও এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার।
এদিন জাভেদ শামিম বলেন, “আসন্ন রামনবমী ও ঈদে শহরকে অশান্ত করতে চাইছে কেউ কেউ। তা থেকে সাধারণ মানুষকে বিরত থাকতে হবে। পাশাপাশি হাওড়ার গ্রামীণ পুলিশ এলাকায় বেশ কিছু উত্তেজক পোস্টার পড়েছে। আর তাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়াতে পারে। তার জন্য ইতিমধ্যেই হাওড়ার শ্যামপুরে একটি মামলা রুজু করেছে পুলিশ।”
পাশাপাশি জাভেদ শামিম আরও বলেন, “মিছিল করতে কলকাতা হাইকোর্টের যে সকল নির্দেশিকা রয়েছে, তা মেনে চলতে হবে। অন্যথা হলেই আইনগত ব্যবস্থা নিতে হবে।” অন্যদিকে, মালদার মোথাবাড়ি প্রসঙ্গেও মুখ খুলেছেন পুলিশ কর্তারা ৷ এদিন জাভেদ শামিম বলেন, “এছাড়াও মালদার মোথাবাড়িতে আইন-শৃঙ্খলার অবনতির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় এখনও পর্যন্ত ৬১ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এখনও পর্যন্ত ১৯টি এফআইআর রুজু হয়েছে। রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন।”
এদিন সুপ্রতীম সরকার বলেন, “ইতিমধ্যেই একাধিক ধারায় আমরা মামলা রুজু করেছি। তদন্ত চলছে।” মূলত পুলিশের তরফে এদিন অনুরোধ করা হয় কেউ যেন প্ররোচনায় পা না দেয়। এদিন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা বলেন, “কেউ মিথ্যা কথায় বিশ্বাস করবেন না। কোনও বিতর্কিত মূলক বিষয় কানে এলে, তা পুলিশের থেকে ভেরিফাই করে নেওয়া উচিত ৷”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*