সি আই ডির একটি দল ২০১৩ সালে নন্দীগ্রাম থানায় নথিভুক্ত কনটাই কো-অপারেটিভ ব্যাংক জালিয়াতির মামলায় অভিযুক্ত হাওড়া নিবাসী মারাত্মক ক্রিমিনাল সঞ্জয় বেরাকে হলদিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে। সঞ্জয় হাওড়ার বিরকুল, বাগনান থানার অন্তর্গত বলাই বেরার সুপুত্র যিনি গত ৪ বছর ধরে পলাতক ছিলেন। কনটাই কো-অপারেটিভ ব্যাংকের তৎকালীন ব্র্যাঞ্চ ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে এই মামলাটি শুরু হয়।
অভিযুক্ত সঞ্জয় বেরা সহ আটজন কনটাই কো-অপারেটিভ ব্যাংকের সদস্য ছিলেন। ১২ টি গাড়ি কেনার জন্য জাল নথিপত্র দেখিয়ে ব্যাংক থেকে প্রায় ১.৭ কোটি টাকা লোন নেন এবং সেই লোন পরিশোধ করেননি। আগামীকাল সন্ধ্যায় হলদিয়া আদালতে হাজির করা হবে সঞ্জয়কে। এই মামলায় এখনো পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Be the first to comment