রাঙামাটি শ্মশানের জমি কেলেঙ্কারি মামলায় রক্ষাকবচের মেয়াদ বাড়ল সৌমেন্দু অধিকারীর। মঙ্গলবার মামলার শুনানি চলাকালীন এই নির্দেশ দেন বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়। গ্রেফতারির মত কড়া পদক্ষেপের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেন বিচারপতি। আগামী শুক্রবার পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করেছে হাইকোর্ট।
কী এই রাঙামাটি শ্মশান দুর্নীতি? সূত্রের খবর, কাঁথি শহরের রাঙামাটি শ্মশান সংলগ্ন এলাকায় ইলেকট্রিক চুল্লি তৈরির জন্য যে জমি বরাদ্দ করা হয়েছিল, সেই জমিতে স্টল তৈরি করা হয় বলে অভিযোগ ওঠে। একইসঙ্গে অভিযোগ, সেই স্টল নগদে বিক্রি করা হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়। দুর্নীতিতে নাম জড়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর।
কাঁথি পুরসভার যিনি বর্তমান পুরপ্রধান, সেই সুবল মান্না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সুবল মান্নার অভিযোগ ছিল, যে সময় এই দুর্নীতি হয়, সে সময় কাঁথি পুরপ্রধান ছিলেন সৌমেন্দু অধিকারী। সঙ্গে অভিযুক্তের তালিকায় নাম জড়ায় সহকারি ইঞ্জিনিয়ার দিলীপকুমার বেরা, ঠিকাদার সতীনাথ দাস অধিকারীর। কাঁথি পুলিশ তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে দিলীপকুমার বেরা ও সতীনাথ দাস অধিকারীকে গ্রেফতারও করে। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু অধিকারী। আদালতে তিনি জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁকে চক্রান্তের জালে জড়ানোর চেষ্টা চলছে। এরপরই আদালতে রক্ষাকবচ চান তিনি।
Be the first to comment