একাধিক কড়া নিয়মে আজ থেকে শুরু মাধ্যমিক,খোলা হল কন্ট্রোল রুম

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- এ বছরের, অর্থাৎ ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। সকল পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র খুলে যাচ্ছে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে। পরীক্ষা শুরু হবে ১০টা ৪৫ মিনিট থেকে। শেষ হবে বেলা ১টা নাগাদ। কেন্দ্রে মোবাইল মিললেই সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে এবছরের মতো, জানিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ৷

এই বছর রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন, যা গতবারের থেকে ৬০ হাজার বেশি। এর মধ্যে ছাত্রদের সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রীদের সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫ জন।
তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে ১৮১ জন ছাত্রছাত্রী শেষ মুহূর্তে অ্যাডমিট কার্ডের জন্য আবেদন করেছিলেন, যাদের মধ্যে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছেন ১৪১ জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৮৩টি। মাধ্যমিক পরীক্ষা শেষ হবে আগামী ২২ ফেব্রুয়ারি। এই বছর প্রশ্ন ফাঁস রুখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি মালদা জেলায় রয়েছে কড়া নজরদারি। সেখানে দু’জন করে অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার থাকছেন।
তবে, পরীক্ষা চলাকালীন যদি কারোর থেকে মোবাইল অথবা ইলেকট্রনিক কোনও গেজেট পাওয়া যায় তাহলে সেই পরীক্ষার্থীর এই বছরের মতো পরীক্ষা বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
তবে পরীক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে সমস্যায় পড়লে হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবেন পরীক্ষার্থীরা। মাধ্যমিক পরীক্ষার জন্যে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।

কন্ট্রোল রুমের যে নম্বরগুলিতে যোগাযোগ করা যাবে সেগুলি হল: 033-23213813, 033-25392277।
কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর: 9432610039।
পর্ষদের কলকাতার আঞ্চলিক অফিসের কন্ট্রোল রুমের ফোন নম্বর 033-23213811।
উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসের কন্ট্রোল রুমের নম্বর 035-32999677 বা 8240756371।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*