রাজ্য জুড়ে দুর্যোগ পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য প্রশাসন। টানা বৃষ্টির জেরে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপর্যয় দফতর থেকে নজরদারি চালানো হচ্ছে জেলায় জেলায়। পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিকে সতর্ক করা হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে সল্টলেকে সেচ দফতর থেকে নজরদারি চালাচ্ছেন সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ব্যারেজগুলিতে জল ছাড়ার উপরও নজরদারি চালাচ্ছে রাজ্য। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। উত্তরবঙ্গের যে জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে, সেই জায়গাগুলিকে সতর্ক করা হয়েছে। দুই মেদিনীপুরের দিকে বাড়তি নজরদারি করা হচ্ছে।
Be the first to comment