এবার রানি রাসমণির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। বনগাঁয় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাগদা বিধানসভা কেন্দ্রর বিজেপি থেকে তৃণমূলে আসা বিধায়ক বিশ্বজিৎ দাস রানি রাসমনির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে বক্তব্য রাখেন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছেন, নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, আমরা ভাগ্যবান তাঁর মতো একজন মুখ্যমন্ত্রী পেয়েছি। আমার মনে হয় তাঁর কাছে রানি রাসমণির ছায়া পেয়েছি।
এ প্রসঙ্গে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, পেটে কালি না থাকলে এমন হয়। একটু পড়াশুনা করা দরকার। উনি বিজেপির বিধায়ক ছিলেন। সেখান থেকে তৃণমূলে গিয়েছেন। তৃণমূলের পিছনের বেঞ্চে বসছেন সেখান থেকে সামনে বেঞ্চে যাবার জন্যই এমন বক্তব্য দিয়েছেন।
যদিও বিশ্বজিৎ দাসের বক্তব্য প্রসঙ্গে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল শেঠ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে সমস্ত মনীষীদের ঊর্ধ্বে। রানী রাসমণির যে কাজ, তাঁর ছায়া হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে চলেছেন। কিন্তু রানী রাসমনির সঙ্গে তুলনা প্রসঙ্গ তিনি এড়িয়ে গিয়েছেন।
Be the first to comment