‘পুলিশের লাথি মারা কাম্য নয়, তবে কসবা কান্ডের ফুটেজ দেখে তদন্ত হবে’, জানালেন মনোজ বর্মা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ‘পুলিশের লাথি মারা কাম্য নয়, তবে কসবা কান্ডের সমস্ত ফুটেজ দেখে তদন্ত করা হবে’, নবান্নের বৈঠক থেকে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। পাশাপাশি, কসবায় তালা ভেঙে চাকরিহারাদের ডিআই বিল্ডিংয়ে ঢুকে পড়ার ঘটনায় বাধ্য হয়েই ‘হালকা বলপ্রয়োগ’ করা হয়েছে বলে স্বিকার করে নিল পুলিশ কমিশনার। এই প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা আরও বলেন, “পুলিশ কারও বিরুদ্ধে নয়।”
চাকরিহারা শিক্ষকদের ডিআই অফিস অভিযান ঘিরে কসবায় ধুন্ধুমার। লাঠি, লাথি, মার, ঘুসি খেতে হয়েছে চাকরিহারাদের। পুলিশের আচরণে উঠেছে নিন্দার ঝড়। ঠিক কী কারণে কসবায় লাঠিচার্জের ঘটনা ঘটল, বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে সে কারণ স্পষ্ট করলেন রাজ্যের মুখ্যসচিব এবং নগরপাল।
কসবায় পুলিশ লাঠিচার্জ যে করেছে, তা স্বীকার করে নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা। তিনি বলেন, “কসবার ডিআই অফিসে হামলায় ৬ জন আহত। তাঁদের মধ্যে ১ জন হাসপাতালে। পুলিশ বাধ্য হয়ে অ্যাকশন নিয়েছে।” তবে চাকরিহারাদের মারধরের যে ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে তা আংশিক সত্য বলেই দাবি নগরপালের। তিনি জানান, এই ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ডিসিপির কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। সাংবাদিক বৈঠকের শেষে মুখ্যসচিব এদিন আরও বলেন, “যদি কোনও অভাব অভিযোগ থাকে, তাহলে নির্দিষ্ট জায়গায় জানাতে হবে। নিজের হাতে আইন তুলে নেওয়া ঠিক নয়।”
আগামিদিনে এমন কোনও কর্মসূচি থাকলে, তা আগাম পুলিশকে জানাতে অনুরোধ করেছেন পুলিশ কমিশনার। সেই মতো পুলিশ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর কথায়, “আগামী দিনে কোনও কর্মসূচি করার আগে পুলিশকে জানানো হলে, পুলিশ চাকরিপ্রার্থীদের সব ধরনের সাহায্য করবে।”
অন্যদিকে, কলকাতা পুলিশের তরফে প্রকাশিত সিসিটিভি ফুটেজ ও সেখানে উল্লেখ্য বক্তব্যে বলা হয়, “আজ কসবা ডিআই অফিসের বাইরে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে, প্রথমে একদল বিক্ষুব্ধ জনতা বিনা উস্কানিতে পুলিশকর্মীদের উপর হামলা চালায় এবং হিংসাত্মক আচরণ করে। যার মধ্যে মহিলা পুলিশকর্মীরাও ছিলেন। চারজন পুরুষ পুলিশকর্মী এবং দুইজন মহিলা পুলিশকর্মী আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আরও ক্ষয়ক্ষতি ও আহতের ঘটনা রোধ করতে পুলিশ বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ করে। এই ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে।”
লালবাজার সূত্রে খবর, কসবায় ডিআই অফিসে হট্টগোলের ঘটনায় কয়েকজনকে আটক করেছে কসবা থানার পুলিশ। ডিআই অফিসের চারপাশে বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে কোনও অশান্তি না-ছড়ায়। পর্যাপ্ত পরিমাণে মহিলা পুলিশকর্মী ও ব়্যাফ নামানো হয়েছে বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*