দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় নতুন করে দেশে করোনায় আক্রান্ত হলেন ৮ হাজার ৩৯২ জন। মৃত্যু হয়েছে ২৩০ জনের। নতুন করে সংক্রমণের জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৫৩৫ জন। এরমধ্যে ৯৩ হাজার ৩২২ টি রয়েছে অ্যাক্টিভ কেস। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৯১ হাজার ৮১৯ জন। স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই খবর সামনে এসেছে।
গোটা বিশ্বে নোভেল করোনাভাইরাসের সংক্রমণের নিরিখে সপ্তম স্থানে উঠে এসেছে ভারত। ভারতে এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষায় ভারত করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ইতালির পরেই বিশ্বের মধ্যে সপ্তম স্থানে উঠে এসেছে।
অন্যদিকে সোমবার লকডাউন ৪ পার করে দেশ পা দিল আনলক ১ এ। আজ থেকেই লকডাউন শিথিল করছে কেন্দ্র। ধাপে ধাপে আনা হবে এই শিথিলতা। ১ জুন প্রথম শিথিলতার ধাপ, তাই কেন্দ্রের বলা যেতে পারে আজ থেকেই চালু আনলক ১।
এর আগে যেসব ক্ষেত্রে বিধি নিষেধ ছিল, এবার কনটেনমেন্ট জোনের বাইরে সেগুলি সবই চালু করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের জারি করা নিয়মের ভিত্তিতে সব কিছু চালু হবে বলে জানানো হয়েছে। তবে আনলক ১ চালু হলেও হোটেল, রেস্তোরাঁ বা শপিং মল খোলার জন্য অপেক্ষা করতে হবে আরও ৭ দিন। ৮ তারিখ থেকে কন্টেনমেন্ট জোনের বাইরের এলাকায় ধর্মীয়স্থান, হোটেল এবং রেস্টুরেন্ট খোলার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
Be the first to comment