শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বুলেটিনে জানিয়েছিল, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮৫১ জন। সেই সংখ্যা এদিন আরও বাড়ল। শনিবার, ৬ জুন, সকাল ৮টার বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৮৮৭ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক। তার সঙ্গেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৩৬,৬৫৭। অর্থাৎ বিশ্বের কোভিড তালিকায় ইতালিকে টপকে ছ’নম্বরে উঠে এসেছে ভারত।
গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গিয়েছেন ২৯৪ জন। এই মুহূর্তে দেশে মোট মৃতের সংখ্যা ৬৬৪২। এই সংখ্যাও গত কয়েক দিন ধরে ক্রমাগত বেড়েছে। গত চার দিনে নতুন করে প্রায় হাজার জনের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় বিশ্বে এই মুহূর্তে ১২ নম্বরে রয়েছে ভারত।
আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধির সঙ্গে অবশ্য বাড়ছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও। ভারতে এই মুহূর্তে সুস্থ হয়ে উঠেছেন ১,১৪,০৭৩ জন। গত ২৪ ঘণ্টায় ৪৬১১ জন সুস্থ হয়ে উঠেছেন দেশজুড়ে। এই সুস্থতার হার ৪৮.২০ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ১,১৫,৯৪২।
ভারতের সঙ্গে মহারাষ্ট্রেও ক্রমাগত বেড়ে চলেছে সংক্রমণ। মহারাষ্ট্রে নতুন করে ২৪৩৬ জন আক্রান্ত হয়েছেন। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০,২২৯। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৪৯। তারপরে রয়েছে তামিলনাড়ু। এই রাজ্যে নতুন করে ১৪৩৮ জন আক্রান্ত হয়েছেন। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮,৬৯৪। মৃত্যু হয়েছে ২৩২ জনের।
খুব বেশি পিছিয়ে নেই রাজধানী দিল্লিও। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৪ ঘণ্টায় বেড়েছে ১৮৭৮। বর্তমানে দিল্লিতে মোট করোনা আক্রান্ত ২৬,৩৩৪ জন। মৃত্যু হয়েছে ৭০৮ জনের। গুজরাতে আক্রান্তের সংখ্যা একদিনে বেড়েছে ৫১০। বর্তমানে পশ্চিমের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৯,০৯৪। মৃত্যু হয়েছে ১১৯০ জনের। কেরলে প্রথমবার একদিনে ১০০-র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। শুক্রবার ১১১ জন আক্রান্ত হয়েছেন এই রাজ্যে। বর্তমানে সেখানে আক্রান্তের সংখ্যা ১৬৯৯।
১ মে থেকে ভিন রাজ্যের শ্রমিকদের নিয়ে ট্রেন চালানোর অনুমতি দেওয়ার পর থেকেই হু হু করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে ১৯টি রাজ্যে আক্রান্তের সংখ্যা হাজারের বেশি। ১ মে এই সংখ্যাটা ছিল মাত্র ৯ রাজ্য। তিনটি রাজ্যে সংখ্যা বর্তমানে সংখ্যাটা ১০ হাজারের বেশি। ১ মে শুধুমাত্র মহারাষ্ট্র এই তালিকায় ছিল। বর্তমানে মহারাষ্ট্র, দিল্লি ও গুজরাতে আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি। এছাড়াও রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে সংখ্যাটা ৯ হাজারের বেশি। অর্থাৎ শিগগির তারাও এই তালিকায় ঢুকে যাবে।
Be the first to comment