বাংলায় করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি হারে বাড়তে শুরু করে দিল। গতকাল শুক্রবার নতুন ৪১৭ জন কোভিড আক্রান্তের সন্ধান মিলেছিল। শনিবার নমুনা টেস্টের পর স্বাস্থ্য ভবন জানাল, এদিন ৪৩৫ জনের মধ্যে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। এর আগে কখনওই একদিনে এতজনের শরীরে কোভিড পজিটিভ পাওয়া যায়নি।
শুধু তা না, করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। চব্বিশ ঘন্টায় কোভিডে এত মৃত্যুও বাংলা এই প্রথম দেখল।
কোভিডে আক্রান্তের সংখ্যা আগামী দিনে যে লাফিয়ে বাড়তে পারে সেই আশঙ্কা স্বাস্থ্য ভবনের আগে থেকেই রয়েছে। সূত্রের মতে, গতকালও স্বাস্থ্য ভবনে এ ব্যাপারে বিশদে আলোচনা হয়েছে। যে হেতু কলকাতায় সংক্রমণ সব থেকে বেশি হারে ছড়াচ্ছে, তাই কলকাতায় মেডিকেল কলেজের পর এবং সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালকেও কোভিড হাসপাতাল হিসাবে চিহ্নিত করেছে স্বাস্থ্য ভবন। সেখানে পাঁচশ শয্যা রয়েছে। স্বাস্থ্য ভবন চেষ্টা করছে মঙ্গল-বুধবারের মধ্যে তা অপারেশনাল করে তুলতে।
জেলাতেও কোভিড চিকিৎসার জন্য পরিকাঠামো বাড়ানোর ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক পরামর্শ দিয়েছে রাজ্য সরকারকে। প্রশ্ন হল, নতুন করে হাসপাতাল তৈরি তো এখন সম্ভব নয়। তাই কারও প্রবল শ্বাসকষ্ট থাকলে অর্থাৎ সারি উপসর্গ থাকলে তাঁর চিকিৎসার জন্য এখন স্কুল বাড়ি, পর্যটন লজের মতো ভবনকেও অস্থায়ী হাসপাতালের মতোই ব্যবহার করা হবে বলে ঠিক হয়েছে। যেমন মালদহে মডার্ন স্কুলে ৫০ শয্যার বন্দোবস্ত করা হয়েছে। উত্তরবঙ্গে লামাহাট্টা ত্রিবেণি লজে দেড়শ শয্যার বন্দোবস্ত করা হয়েছে। আবার রামপুরহাটেও একটি লজ এ জন্য নিয়েছে সরকার।
স্বাস্থ্য ভবন এদিন যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা এখনও সবার থেকে বেশি। প্রথম দিন থেকেই সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে মহানগরীতে। কলকাতায় গত চব্বিশ ঘন্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এর পরেই উল্লেখযোগ্য ভাবে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে হুগলিতে। সেখানে ৮২ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে গত চব্বিশ ঘন্টায়। হাওড়ায় ৫৬ জন এবং উত্তর চব্বিশ পরগনায় ৬০ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গিয়েছে।
গত চব্বিশ ঘন্টায় যে ১৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতারই ৯ জন। উত্তর চব্বিশ পরগনায় ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল থেকে আজ সন্ধের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগণা, নদিয়া, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে কোভিডে।
Be the first to comment