২৪ ঘন্টায় আক্রান্ত প্রায় ১০ হাজার, দেশে মৃত বেড়ে ৭৭৪৫

Spread the love

লকডাউন ৪-এর পরেও দেশে করোনা প্রকোপের বিরাম নেই। লাফিয়ে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মঙ্গলবারেও ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ৯৯৮৫ জন। নতুন করে মৃত্যু হয়েছে ২৭৯ জনের।

নতুন করে আক্রান্ত ও মৃতের জেরে দেশে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা এসে পৌঁছেছে ২ লক্ষ ৭৬ হাজার ৫৮৩ তে। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ৬৩২ টি। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৫ হাজার ২০৬ জন। বর্তমানে দেশজুড়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৪৫ জন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই খবর সামনে এসেছে।

দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। হিসেব বলছে মহারাষ্ট্রে ৯০ হাজার ৭৮৭ জন আক্রান্তের মধ্যে ৪২ হাজার ৬৩৮ জন সুস্থ হয়ে উঠেছে। মঙ্গলবারে মহারাষ্ট্র সরকারের দেওয়া পরিসংখ্যান বলছে, শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২২৫৯ জন। দেশজুড়ে ২৪ ঘন্টায় মোট ৯৯৮৭ জন আক্রান্ত হওয়ার ৪ ভাগের ১ ভাগ এ রাজ্যেই।

সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। দিল্লির অবস্থাও বিশেষ ভালো না। রাজধানী দিল্লিতে করোনার গোষ্ঠী সংক্রমণ হয়নি বলেই রাজ্য সরকারকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনা আক্রান্ত হয়ে দিল্লিতে এখনও পর্যন্ত ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে করোনার গোষ্ঠী সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করেছিলেন কেউ কেউ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*