স্বস্তির খবর, বাংলায় গত ২৪ ঘন্টায় কমল করোনায় আক্রান্তের সংখ্যা

Spread the love

রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত ৩৪৩ জন ৷ গতকাল মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৩৭২ জন৷ তবে নতুন করে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে৷ বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে প্রকাশ,মঙ্গলবার থেকে বুধবার সকাল ৯ টা পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪৩ জন৷ এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা মোট ৯,৩২৮ জন৷ তবে বাংলায় নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৩২ জন।

তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫,১১৭ জন। নতুন করে যে ১৭ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে ১০ জনই কলকাতার বাসিন্দা৷ এছাড়া উত্তর ২৪ পরগনার ৪ জন,হাওড়ার ২ জন৷ মুর্শিদাবাদের ১ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৯ জন৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৩,৭৭৯ জন৷ শতাংশের হিসেবে যা ৪০.৫১ শতাংশ৷

তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫,১১৭ জন। নতুন করে যে ১৭ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে ১০ জনই কলকাতার বাসিন্দা৷ এছাড়া উত্তর ২৪ পরগনার ৪ জন,হাওড়ার ২ জন৷ মুর্শিদাবাদের ১ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৯ জন৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৩,৭৭৯ জন৷ শতাংশের হিসেবে যা ৪০.৫১ শতাংশ৷

বুলেটিনের তথ্য অনুযায়ী, নতুন করে ৯,৫১৯ টি টেস্ট হয়েছে। এ পর্যন্ত মোট টেস্ট হয়েছে ২লক্ষ ৯৭ হাজার ৪১৯ জনের৷ বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪৩টি পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে। রাজ্যের মোট ৬৯ টি কোভিড হাসপাতলে ৮,৭৮৫ টি বেড রয়েছে । আইসিইউ বেড আছে ৯২০ টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯২ টি। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে প্রকাশ, বাংলায় নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে।

ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছিল ৪১৫ জন। তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ৪, ৯৫০ জন। নতুন করে যে ১০ জনের মৃত্যু হয়েছিল, এদের মধ্যে ৫ জনই কলকাতার বাসিন্দা । এছাড়া ৩ জন হাওড়ার, দুই ২৪ পরগনায় ১ জন করে । বাংলায় নতুন করে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন আরও ১৯৫ জন।

এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছিল ১৯৭০ জন৷ বুলেটিনের তথ্য অনুযায়ী, সোমবার থেকে মঙ্গলবার সকাল নটা পর্যন্ত ৭৮০২ টি টেস্ট হয়েছিল। মোট টেস্ট হয়েছিল ২লক্ষ ৮৭ হাজার ৯০০ জনের৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*