রাজ্যে করোনা আক্রান্ত ছাড়ালো ১০ হাজার, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪৭৬

Spread the love

লাগামছাড়া সংক্রমণ! রাজ্যে করোনা আক্রান্ত ছাড়াল ১০ হাজার। এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০,২৪৪। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭৬ জন। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও! রাজ্যে করোনায় মৃত বেড়ে ৪৫১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৯, এরমধ্যে ৪ জন কলকাতার বাসিন্দা। ১ জন দক্ষিণ ২৪ পরগনা, ১ জন নদিয়া, ১ জন হুগলি ও ১ জন হাওড়ার বাসিন্দা। তবে খারাপের মধ্যেও রয়েছে আশার খবর! এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন ৪,২০৬ জন।

শুধু পশ্চিমবাংলা নয়, গত কয়েকদিনে দেশে ভয়াবহ আকার নিয়েছে করোনা! বিশেষ করে দিল্লি ও মুম্বইয়ে করোনা সংক্রমণ লাগামছাড়া । তবে কি ভারতে গোষ্ঠী সংক্রমণ দেখা দিল ? উত্তরে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি।

এদিন কেন্দ্রের তরফে জানানো হয়, করোনা থেকে এখনই মুক্তি নয়। আরও কয়েক মাস থাকবে করোনা। আরও কঠিনভাবে মানতে হবে বিধি। জনসংখ্যার বৃহত্তম অংশে ছড়ায়নি করোনা, কিন্তু সবারই সংক্রমণের ঝুঁকি আছে। করোনায় সুস্থতার হার ৪৯.২১%।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, ”আমরা তখনই সংক্রমণকে গোষ্ঠী সংক্রমণ বলি, যখন ৫০ শাতাংশ আক্রান্তের উৎস চিহ্নিত করা যায় না। দিল্লিতে ঠিক এমনটাই ঘটেছে, ৫০ শতাংশ আক্রান্তের উৎস অজানা। আমরা এ ক্ষেত্রে কিছুই বলতে পারি না, যা সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রীয় সরকার নেবে। গোষ্ঠী সংক্রমণ একটি টেকনিক্যাল টার্ম এবং কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেবে, এই টার্মটা ব্যবহার করবে কিনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*