করোনায় আক্রান্ত ভোপালের কংগ্রেস বিধায়ক কুণাল চৌধুরি। তিনি ছাড়া রাজ্যে আরও ৫০ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। এনিয়ে মধ্যপ্রদেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। মৃতের সংখ্যা ৪৪০।
৩১ মে থেকে মধ্যপ্রদেশে লকডাউন অনেকটা শিথিল করা হয়েছে। এরপর থেকে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। লকডাউন শিথিলের পর রাজ্যে নতুন করে ২,৩৫৪ জন কোরোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত মধ্যপ্রদেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৪৩ জন। যার মধ্যে দেশে করোনার অন্যতম হটস্পট ভোপালেই আক্রান্তের সংখ্যা ৭০।
করোনায় আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বাড়তে থাকায় উদ্বিগ্ন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এবিষয়ে বৃহস্পতিবার বৈঠকও করেন তিনি। বৈঠকে শনি ও রবিবার ভোপালে সম্পূর্ণভাবে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।
Be the first to comment