২৪ ঘন্টায় আক্রান্ত ১২,৮৮১; দেশে মৃত্যু ছাড়ালো ১২ হাজার

Spread the love

দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। ফের দেশে সর্বোচ্চ হারে সংক্রমণ। ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ১২ হাজার ৮৮১ জন। একই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩৩৪ জনের।

নতুন করে মৃত্যুর জেরে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৩৭ টি। দেশ জুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৬ হাজার ৯৪৬ জন মানুষ। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৬০ হাজারের বেশি। সুস্থ হয়ে মানুষের সংখ্যা ছাড়িয়েছে ১ লক্ষ ৯৪ হাজার।

ইতিমধ্যেই করোনা আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। মঙ্গলবারই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপরই তাঁর নমুনা পরীক্ষা করা হয়। বুধবার তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।

অমিত শাহ আরও জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই দিল্লিতে করোনা পরীক্ষা প্রত্যেকদিন ১৮ হাজার হবে। রাজনৈতিক বাধা নিষেধ ভেঙে সকলেই চাইছেন করোনা পরীক্ষা বৃদ্ধি হোক।

দিল্লি সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে জুলাই মাসের মধ্যে শহরে করোনা পজিটিভ রোগীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখে পৌঁছতে পারে – আর সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দিল্লির এখন নাভিশ্বাস উঠছে।

অন্যদিকে চিনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে, করোনাভাইরাস পাচনতন্ত্রে বেঁচে থাকতে পারে এবং আক্রান্ত ব্যক্তির মলেও ভাইরাস উপস্থিত থাকতে পারে। ফলে পাবলিক টয়লেট ব্যবহারে সতর্ক হওয়ার কথা জানিয়েছে ওই গবেষণা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*