করোনা আতঙ্কে পরীক্ষা বন্ধ, উত্তরপ্রদেশে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত সকলেই পাস

Spread the love

আগামী ২৩ থেকে ২৮ মার্চ পর্যন্ত উত্তরপ্রদেশে সব স্কুলে অ্যানুয়াল পরীক্ষা হওয়ার কথা ছিল। এর মধ্যে দেখা দিয়েছে করোনাভাইরাসের আতঙ্ক। বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ। তাহলে পরীক্ষা হবে কীভাবে? বুধবার উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত কোনও পরীক্ষা হবে না। বিনা পরীক্ষাতেই পাস করে যাবে ছেলেমেয়েরা।

উত্তরপ্রদেশের শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিব রেণুকা কুমার মঙ্গলবার রাতে জানান, “সব ছাত্রছাত্রীকে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ এপ্রিল অবধি স্কুল বন্ধ থাকবে।” ওই দিন পর্যন্ত সিনেমা, মাল্টিপ্লেক্স ও পর্যটন কেন্দ্রগুলিও বন্ধ থাকছে। কম্পিটিটিভ পরীক্ষাও বন্ধ রাখা হবে।

আমাদের দেশে মোট ১৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন তিনজন। মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন ওই রোগে। সেই রাজ্যে পিছিয়ে দেওয়া হয়েছে পুরভোট। শহরে শিক্ষায়তনগুলি বন্ধ রাখা হয়েছে। মহামারী মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী ৪৫ কোটি টাকার তহবিল বানিয়েছেন। মুম্বইয়ে ২২০ বছরের পুরাতন সিদ্ধিবিনায়ক মন্দির অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*