বাংলায় একদিনে সুস্থ ৪৬৮ জন, আক্রান্ত আরও ৪৩৫

Spread the love

বাংলায় করোনা সংক্রমণের ঘটনা অব্যহত। তবে নতুন আক্রান্তদের তুলনায় সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি। সেইসঙ্গে বাড়ছে সুস্থতার হারও। বর্তমানে রাজ্যের মোট করোনা আক্রান্তদের মধ্যে প্রায় ৫৫ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে।

এদিকে, এ বার থেকে পশ্চিমবঙ্গের কোন কোভিড হাসপাতালে কতগুলি বেড খালি তা ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। বৃহস্পতিবার এমনই জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। এই বিপদের দিনে কোনও করোনা রোগী এলে হাসপাতাল তাঁকে ফেরাতে পারবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি প্রতিটি হাসপাতালকে করোনা ছাড়াও সমস্ত ধরনের রোগী দেখতে হবে বলেও এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যসচিব।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৫ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। ফলে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৩৫ জন। এর মধ্যে ৭ হাজার ১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় করোনা-মুক্ত ব্যক্তির সংখ্যা ৪৬৮ জন। বর্তমানে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫ হাজার ২১৬ জন; যা গতকালের থেকে ৪৫ জন কম।

প্রশাসনের উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনায় মৃত‍্যু মিছিল অব্যহত। এ দিন এই মারণ ভাইরাসের বলি হয়েছেন আরও ১২ জন। ফলে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৫১৮ জনের মৃত্যু হল করোনায়। আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যার নিরিখে রাজ্যের জেলাগুলির মধ্যে এখনও শীর্ষে কলকাতা। শহরে মোট আক্রান্ত ৪ হাজার ২৬৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭৮০ জন। আর করোনার বলি হয়েছেন ৩১৬ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে হুগলি। এই জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৯২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৩৮৭ জন। প্রাণ হারিয়েছেন ৬৮ জন।

ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৬ হাজার ৯৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৯৪ হাজার ৩২৪ জন। মৃত্যু হয়েছে ১২ হাজার ২৩৭ জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*